দুর্গাপুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলা সিনেমার নস্টালজিয়াও। দুপুরের ভিড় এড়িয়ে টুক করে কাছের সিনেমা হলে একটা পুজোর ছবি না দেখলে কী হয়? তা এবার কোন কোন ছবি মুক্তি পেতে চলেছে পুজোর সময়?
একটা সময় সৃজিত মুখোপাধ্যায়ের বার্ষিক রিলিজের স্লট বাঁধা ছিল পুজোর মুখে। বিগত কয়েক বছর সেই ট্রেন্ড থেকে সরেছিলেন পরিচালক। কিন্তু এবার তাঁর তুরুপের তাস 'টেক্কা'। দেব-রুক্মিণীকে নিয়ে এই প্রথম ছবি করলেন সৃজিত, এছাড়াও ছবিতে রয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, টোটা রায় চৌধুরী। এই ছবির মুক্তি ৮ অক্টোবর।
এবারের পুজোর আরও একটি হাইভোল্টেজ ছবি ‘বহুরূপী’ । আবারও একসঙ্গে পর্দায় আবীর চট্টোপাধ্যায় এবং ঋতাভরী চক্রবর্তী। তাঁদের প্রথম ছবি ‘ফাটাফাটি’ বাঙালি দর্শকদের হলমুখী করেছিল। ফের এই জুটিকেই এক্কেবারে নতুন মোড়কে পর্দায় ফেরাচ্ছেন নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। এই ছবিও মুক্তি পেতে চলেছে আগামী ৮ অক্টোবর।
অন্যদিকে দেবারতি মুখোপাধ্যায়ের গল্প ‘দোলগোবিন্দবাবুর চশমা’ নামের ছোটগল্পের অনুকরণেই আসছে আরও একটি বাংলা ছবি। ‘শাস্ত্রী’ , সৌজন্যে পরিচালক পথিকৃৎ বসু। এই ছবির প্রযোজনার দায়িত্বে অভিনেতা সোহম চক্রবর্তী। বিজ্ঞানের সঙ্গে জ্যোতিষবিদ্যার দ্বন্দ্ব নিয়ে এই ছবি তৈরী। ছবিতে ১৪ বছর পর মিঠুনের সঙ্গে জুটি বেঁধেছেন দেবশ্রীর। অনির্বাণ চক্রবর্তীকেও দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে। এই ছবিও একই সঙ্গে লড়বে ‘টেক্কা’ এবং ‘বহুরূপী’র সঙ্গে। ছবি মুক্তি পাবে ৮ অক্টোবর।