করোনা (Corona) আতঙ্ক কাটিয়ে এবারের পুজোয় (Durga Puja 2022) চুটিয়ে মজা-আনন্দ করতে তৈরি বাঙালি । এবছর পুজো মণ্ডপগুলিতে রেকর্ড ভিড়ের আশঙ্কা করা হচ্ছে । ভিড় হবে সিনেমাহলগুলিতেও । কারণ দুর্গাপুজোয় মুক্তি পাচ্ছে চার চারটে বাংলা সিনেমা (Bengali Cinema) । পুজোর যে কোনও চারটে দিন সকালে সিনেমাহল, বিকেলে মণ্ডপ ঘোরা । কিংবা উল্টোটাও হতে পারে । পুজোয় (Cinemas in Puja) প্রিয় মানুষের সঙ্গে ঝটপট সিনেমার দেখার প্ল্য়ানটা সেরে ফেলুন । তার আগে দেখে নিন পুজোয় কোন চারটে বাংলা সিনেমা মুক্তি পাচ্ছে ...
দেব-প্রসেনজিৎ (Dev-Prosenjit) একসঙ্গে । ব্লকবাস্টার দুই হিরোকে একসঙ্গে দেখতে দর্শকদের মধ্যে উৎসাহ তুঙ্গে । সঙ্গী অভিনেত্রী ইশা সাহা (Ishaa Saha) । এক জীবন ও মৃত্যুর গল্প বলবে এই সিনেমা । জোরকদমে চলছে ছবির প্রচার । ৩০ সেপ্টেম্বর অর্থাৎ পঞ্চমীতে মুক্তি পাচ্ছে 'কাছের মানুষ' (Kacher Manush) ।
নতুন গুপ্তধনের সন্ধানে সোনাদা ইজ ব্যাক । আবির ও ঝিনুকের সঙ্গে এবার 'কর্ণসুবর্ণের গুপ্তধন' (Karnasubarner Guptodhan)-এর রহস্য সমাধান করবে সোনাদা । এবার সোনাদা-র ভূমিকায় আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) । আবির ও ঝিনুকের ভূমিকায় অর্জুন চক্রবর্তী ও ইশা সাহা। এই ছবিতে থাকবে কর্ণসুবর্ণের এক গৌরবময় অধ্যায়। সিনেমা মুক্তি ৩০ সেপ্টেম্বর ।
আরও পড়ুন, Dev-Prosenjit : সবজির বাজারে দেব-প্রসেনজিৎ, পুজোতে 'নো ডায়েট', বললেন বুম্বা দা
পঞ্চমীর (Panchami) দিন সোহম (Soham) ও পরমব্রতর (Parambrata Chatterjee) সঙ্গে দারুণ দারুণ খাবারের সন্ধান দেবেন শুভশ্রী (Subhashree Ganguly) । মধ্যবিত্ত পরিবারের এক নারীর জীবনের বিভিন্ন ওঠাপড়া ও স্বপ্নপূরণের সামাজিক চিত্রকে তুলে ধরবে এই ছবি । তাই পুজোয় পেটপুজোর ঠিকানা হোক 'বৌদি ক্যান্টিন' (Boudi Canteen) ।
ক্রাইম থ্রিলার ঘরানার ছবি 'বিজয়া দশমী'(Bijoya Dashami)। সিনেমায় অভিনয় করছেন রজতাভ দত্ত, আরিয়ান ভৌমিক, অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় ও গুলশনারা খাতুনরা । পরিচালনায় শৌভিক দে ।