হাবজি গাবজি, বৌদি ক্যান্টিনের পর আবারও এক ছবিতে পরমব্রত-শুভশ্রী। প্রকাশ্যে এল 'ডঃ বক্সী'র ট্রেলার। রহস্যে মোড়া, টানটান উত্তেজনার ছবি 'ডা: বক্সী' ।
মৃণালিনীর চরিত্রে অভিনয় করছেন শুভশ্রী । গল্পে একটি হোটেলে নববর্ষের অনুষ্ঠানে গিয়ে খুনের ঘটনার সঙ্গে জড়িয়ে পড়ে সে । শহরের অলিতেগলিতে প্রতিনিয়ত ঘটে যাওয়া অপারাধের একটাকে কেন্দ্র করেই জীবন বদলে যাওয়ার গল্প ড বক্সী, নাম ভূমিকায় পরমব্রত।
Sandip Ray-Feluda: ছেলের জন্যে কিছু রেখে যেতে হবে, বড়পর্দায় ফেলুদা-র স্বত্ত্ব দিচ্ছেন না সন্দীপ রায়
এছাড়াও রয়েছেন, বনি সেনগুপ্ত, মাহি কর, সৌম্যজিৎ মজুমদার, রাহুল রায় । পরিচালক সপ্তাশ্ব বসু ।