বাংলায় নিষিদ্ধ হয়েছে 'দ্য কেরালা স্টোরি'। তারপর থেকেই চর্চায় পরিচালক সুদীপ্ত সেনের এই ছবি। রবিবার পর্যন্ত ছবিটি দেশের বক্স অফিসে ৪৫ কোটি ৭২ লক্ষ টাকার ব্যবসা করেছে। মুক্তির পরের তিন দিনে বঙ্গে কেমন ব্যাবসা করেছে ছবিটি?
‘দ্য কেরালা স্টোরি’র পরিবেশক শতদীপ জানিয়েছেন ছবিটি রবিবার পর্যন্ত রাজ্যে দেড় কোটি টাকার ব্যবসা করেছে। তাই এই ছবিকে হল থেকে তুলে নেওয়ায় তিনি হতাশ। পাঠান-এর পর এই ছবিটা নিয়ে দর্শকের মধ্যে একটা উৎসাহ ছিল বলে জানিয়েছেন তিনি।
Rahul Arunoday Banerjee: হিন্দু পুরোহিতের মুসলমান বোন, অন্য রকম গল্প বলবে রাহুলের পরের ছবি 'ফতেমা'
'দ্য কেরালা স্টোরি'র বিরুদ্ধে রাজ্যে অভিযোগ, এই ছবি সাম্প্রদায়িকতাকে উস্কানি দিচ্ছে। অন্যদিকে নির্মাতাদের দাবি, এই ছবিতে এমন কোনও বিষয় নেই, যা দেশের সাম্প্রদায়িকতাকে নষ্ট করতে পারে। বাংলার পাশাপাশি তামিলনাড়ু থেকেও নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে।