বৃহস্পতিবার ঘোষণা করা হল চলচ্চিত্রে চলতি বছরের জাতীয় পুরস্কার। হিন্দি ভাষায় সেরা ছবির পুরস্কার জিতে নিল সুজিত সরকার পরিচালিত ভিকি কৌশল অভিনীত ছবি 'সর্দার উধম'। সেই ছবির সাফল্যের পর স্বভাবতই বেশ খানিকটা আবেগপ্রবণ ছবির পরিচালক বঙ্গসন্তান সুজিত সরকার। আনন্দবাজার অনলাইনকে তিনি বলেন, ''বাঙালি হিসাবে আজকে সত্যিই গর্ব হচ্ছে। আমার এটাই মনে হচ্ছে, বাঙালি পরিবারে জন্ম না হলে বা বাংলার সঙ্গে যদি যুক্ত না থাকতাম, আজকে এ রকম কিছু করতে পারতাম না। বাঙালি হওয়ার জন্যই হয়তো ‘সর্দার উধম’-এর মতো ছবি তৈরির সাহস বা আত্মবিশ্বাস পেয়েছি।''
পুরস্কার পাওয়ার পর সুজিত বলেছিলেন, "আমরা যখন ছবিটা তৈরি করি তখন সেটার জন্য ভীষণ খেটেছিলাম। যতটা পেরেছি গোটা বিষয়টাকে রিয়েলিস্টিক করে তুলতে চেয়েছি। এছাড়া একজন বিপ্লবী যেমন ছিলেন তাঁকে সেভাবেই এখানে তুলে ধরতে চেয়েছি আমি।"
উল্লেখ্য, সর্দার উধমের চরিত্রটা সুজিত সরকার প্রাথমিক ভাবে প্রয়াত অভিনেতা ইরফান খানের জন্য, তাঁর কথা মাথায় রেখে লিখেছিলেন! তবে তিনি অকালে ওভাবে চলে যাওয়ার পর সেই চরিত্রের প্রস্তাব যায় ভিকির কাছে।