Shaunak Sen Oscars : এত ভাল লাগছে ! চোখে অস্কার জেতার স্বপ্ন নিয়ে মনোনীত হওয়ার মুহূর্তকে উপভোগ করছেন শৌনক

Updated : Feb 01, 2023 06:41
|
Editorji News Desk

তাঁর তৈরি তথ্যচিত্র অস্কারে (Oscars) মনোনীত হয়েছে । বাঙালি হিসেবে সত্যজিত রায়ের পর অস্কারের দৌঁড়ে রয়েছেন তরুণ পরিচালক শৌনক সেন (Shaunak Sen) । অস্কার জেতার স্বপ্ন দেখছেন । তবে, তার আগে অস্কারে মনোনয়ন পাওয়ার এই অসাধারণ মুহূর্ত উপভোগ করতে চাইছেন শৌনক । পরিচালকের কথায়, "এটা একটা অসামান্য অনুভূতি, যা ভাষায় প্রকাশ করা মুশকিল । অন্যরকম খুশির মুহূর্ত । "

অস্কারে সেরা ফিচার তথ্যচিত্রের বিভাগে মনোনয়ন পেয়েছে শৌনক সেনের ‘অল দ্যাট ব্রিদস’। সম্প্রতি, এক সংবাদমাধ্যমকে শৌনক জানিয়েছেন, এত ভাল লাগছে যে বলার নয় ।  তাঁর টিমকে কৃতজ্ঞতা জানিয়েছেন শৌনক, ধন্যবাদ জানিয়েছেন অ্যাকাডেমিকে । উল্লেখ্য, ২০২২ সালে কান-এ পুরস্কৃত হয়েছিল তাঁর তৈরি তথ্যচিত্র ‘অল দ্যাট ব্রিদস’। এবার অস্কার জিতে কি শৌনকের মুকুটে নতুন পালক জুড়বে ? মার্চ মাসেই তা জানা যাবে । আর সেই মুহূর্তের জন্য অপেক্ষায় শৌনকও ।

আরও পড়ুন, Shaunak Sen Oscars: কানের পর অস্কার, মনোনীত বাঙালি পরিচালক শৌনকের ‘অল দ্যাট ব্রিদস’
 

আগে অ্যাকাডেমির তরফে মাত্র একজন বাঙালিকে পুরস্কৃত করা হয়েছিল । তিনি ছিলেন সত্যজিৎ রায় । যদিও সেখানে কোনও প্রতিযোগিতা ছিল না । আজীবনের কাজের স্বীকৃতির জন্য তাঁকে ওই পুরস্কার দিয়েছিল অ্যাকাডেমি অফ মোশন পিকচার্স । ২০২১ সালেও বঙ্গসন্তান সুস্মিত ঘোষের তৈরি তথ্যচিত্র ‘রাইটিং উইথ ফায়ার’-ও সেরা তথ্যচিত্রের লড়াইয়ে মনোনীত হয়েছিল । তবে শেষ বিচারে সেটি বিবেচিত হয়নি পুরস্কারের জন্য।      

 দিল্লিবাসী শৌনকের এটি দ্বিতীয় ছবি । ২০১৫ সালে ‘সিটিজ় অব স্লিপ’ নামে একটি তথ্যচিত্র তৈরি করেছিলেন । দিল্লির এক গ্রামের কথা উঠে এসেছে শৌনকের ‘অল দ্যাট ব্রিদস’-এ । যেটি গত বছর কান চলচ্চিত্র উৎসব থেকে জিতে এনেছে সেরার সেরা পুরস্কার । এই তথ্যচিত্রে জহওরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তুলে ধরেছেন এক ভাই-বোনের গল্প । যাঁরা পাখিদের চিকিৎসা করেন। ৯০ মিনিটের তথ্যচিত্রটি কানে ‘ল’ওয়েল ডি’অর’ পুরস্কারে সম্মানিত হয়েছে । 

OscarsAll that BreathesShaunak Sendocumentary film

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ