টলিউডের জনপ্রিয় পরিচালক পীযূশ সাহা গ্রেফতার । লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে । অভিযোগ, বীরভূমের এক যুবককে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাঁকে তাঁর পরবর্তী ছবির নায়ক করবেন । কিন্তু, পরিচালক কথা রাখেননি বলে অভিযোগ । উপরন্তু ২০ লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে পরিচালকের বিরুদ্ধে । যুবকের অভিযোগের ভিত্তিতে পরিচালককে শনিবার গ্রেফতার করা হয় । মঙ্গলবার সেখবর প্রকাশ্যে এসেছে । এই মুহূর্তে জেলেই রয়েছেন তিনি ।
জানা গিয়েছে, পীযূষ সাহার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন বীরভূমের রামপুরহাটের ছেলে অক্ষয় গুপ্ত । টিভিনাইন বাংলাকে তিনি জানিয়েছেন, পীযূষের কাছে তিনি বেশ কয়েকদিন অভিনয়ের ক্লাস করেছিলেন । তখন তিনি, অক্ষয়কে জানান,তাঁর মধ্যে প্রতিভা আছে, তাঁকে নিয়ে ছবি বানাবেন, টলিউডে লঞ্চ করবেন । ছবির বাজেট ১ কোটি, তার অর্ধেক অর্থাৎ ৫০ লাখ অক্ষয়কে দিতে হবে । অক্ষয় জানান, এত টাকা দেওয়া তাঁর পক্ষে সম্ভব ছিল না । কিন্তু, 'স্যর'-এর উপর বিশ্বাস করে তিনি ধীরে ধীরে টাকা দিতে শুরু করেন । তারই মাঝে করোনা লকডাউন । কিন্তু ছবি আর তৈরি হয় না । অবশেষে ২০২২ সালে তিনি থানায় অভিযোগ দায়ের করেন পরিচালকের বিরুদ্ধে ।
অক্ষয়ের অভিযোগ, মায়ের ক্যানসার ধরা পড়লে তিনি পরিচালকের থেকে তাঁর কিছু টাকা ফেরত চেয়েছিলেন । কিন্তু, তাও দেননি । তাই পুলিশে অভিযোগ জানাতে বাধ্য হন তিনি । তাঁর বিশ্বাস, সত্যের জয় হবে । ন্যায় বিচার পাবেন তিনি ।
উল্লেখ্য, পীযুষ সাহা পরিচালনার ক্ষেত্রে বহু বছর ধরে দর্শককে নতুন মুখের সন্ধান দিয়ে আসছেন । তাঁর হাত ধরেই অঙ্কুশ, শুভশ্ বড়পর্দায় পা রাখেন । বাংলা সিনেমাকে তিনি উপহার দিয়েছেন, 'গ্যাঁড়াকল','তুলকালাম','কেল্লাফতে','রাজু আঙ্কেল','বাজিমাত'-এর মতো ছবি । তাঁর আগামী ছবি 'জালবন্দী'-তে দেখা যাবে এক নতুন মুখকেই । সব ঠিক থাকলে ১৪ জুন মুক্তি পাবে সিনেমা ।