Arun Roy Passes Away : নতুন বছরে থামল লড়াই, প্রয়াত 'বাঘাযতীন' পরিচালক অরুণ রায়, শোকপ্রকাশ দেব, কিঞ্জলের

Updated : Jan 02, 2025 12:18
|
Editorji News Desk

নতুন বছরের শুরুতেই টলিপাড়ায় দুঃসংবাদ । প্রয়াত পরিচালক অরুণ রায় । গত বেশ কয়েকদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি । ফুসফুসে সংক্রমণ নিয়েই হাসপাতালে ভর্তি হয়েছিলেন । কিন্তু, দিন দিন অবস্থার অবনতি হচ্ছিল তাঁর । অবশেষে জীবনযুদ্ধ হার মানলেন বাঘাযতীন পরিচালক । তাঁর মৃত্যুর খবর জানিয়েছেন অভিনেতা কিঞ্জল নন্দ । পরিচালকের প্রয়াণে শোকস্তদ্ধ টলিউড । শোকপ্রকাশ করেছেন অভিনেতা দেব । 

দীর্ঘ এক বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন অরুণ রায় । জানা গিয়েছে, 'বাঘাযতীন' ছবির শুটিংয়ের সময়ই খাদ্যনালীর ক্যানসার ধরা পড়ে । সম্প্রতি, ফুসফুসে সংক্রমণের কারণেই আর জি কর হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। আইসিইউতে বাইপ্যাপ সাপোর্টে রাখা হয়েছিল । তবে, গত কয়েকদিন পরিস্থিতি আরও খারাপ হয় । ভেন্টিলেশনে লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হয়েছিল তাঁকে । পরিচালককে দেখতে হাসপাতালেও ছুটে গিয়েছিলেন দেব । কিন্তু, শেষপর্যন্ত লড়াই থামল অরুণ রায়ের ।

পরিচালক অরুণ রায়ের সিনেমার অভিনেতার পাশপাশি আর জি করের চিকিৎসকও কিঞ্জল নন্দ ।  তিনি জানিয়েছিলেন, ক্যানসার রোগ প্রতিরোধের ক্ষমতা কমিয়ে দেয় । এই পরিস্থিতিতে ফুসফুসের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ে অরুণ রায়ের শরীরে । উল্লেখ্য, হীরালাল ও বিনয় বাদল দীনেশ ছবিতে অভিনয় করেছেন কিঞ্জল । শোকপ্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় কিঞ্জল লিখেছেন, 'হীরালাল... ভাল থেকো।' 

কিঞ্জল আরও জানিয়েছেন, হরিদেবপুরের বাড়িতে দুপুর ১টার সময় নিয়ে যাওয়া হবে অরুণ রায়কে । দেড়টায় টেকনিশিয়ন স্টুডিওতে নিয়ে যাওয়া হবে তাঁকে ।

২০১১ সালে 'এগারো' ছবি দিয়ে ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ করেন পরিচালক অরুণ রায়ের। ২০১৮ সালে মুক্তি পায় হীরালাল । আর এই হীরালাল দিয়ে প্রশংসা কুড়িয়ে নেন পরিচালক । তারপর '৮ / ১২ বিনয়-বাদল-দীনেশ' ।  ২০২৩-এ মুক্তি পেয়েছিল অরুণ রায়ের 'বাঘাযতীন'। শারীরিক অসুস্থতা নিয়েই ছবির কাজ ও প্রচার শেষ করেছিলেন তিনি ।  

Director

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ