টলিপাড়ায় পরিচিত নাম পরিচালক অরিত্র সেন। তাঁর 'ঘরে ফেরার গান' , 'শহরের উষ্ণতম দিনে' ছবিগুলি মুক্তির দিন গুনছে। এর মধ্যেই নতুন ছবির কাজ শুরু করে দিলেন পরিচালক।
স্টুডিয়ো পাড়ায় গুঞ্জন এই ছবিতে রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chattopadhyay)। এর আগেও তাঁর সঙ্গে কাজ করেছেন পরম। নতুন ছবিতে পরমের সঙ্গে রয়েছেন ঊষসী রায় এবং অর্জুন চক্রবর্তীও। তবে, ঊষসী বা অর্জুনের সঙ্গে আগে কোনও কাজ করেননি অরিত্র।
আরও পড়ুন- সান্টাক্লজের সঙ্গে নাচ, জমজমাট শুভশ্রী-ইউভানের প্রি-ক্রিসমাস সেলিব্রেশন
সূত্রের খবর, পরিচালক অরিত্র সেনের এই ছবির নাম হতে চলেছে 'প্রান্তিক'। সোমবার থেকে ছবির কাজ শুরু হয়ে গিয়েছে। তবে, এখনও পর্যন্ত এই বিষয়ে কিছুই জানাননি কলাকুশলী কিংবা প্রযোজনা সংস্থা। তবে, জানা গিয়েছে, 'ফুটবল গ্যাম্বলিং'-এর প্রেক্ষাপটেই নাকি তৈরি করা হয়েছে এই ছবি। তবে, ছবিতে এই তিন অভিনেতার ভূমিকা নিয়ে এখনও কিছু জানা যায়নি।