হাসপাতালে ভর্তি পরিচালক অনীক দত্ত(Anik Dutta Hospitalised)। ফুসফুসে সংক্রমণের(Anik Dutta infected by COPD) জেরে মঙ্গলবার সকালেই তাঁকে নিয়ে আসা হয় দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে(AMRI Hospital)। তাঁকে আইসিইউতে(Anik Dutta admitted to ICCU) রাখা হয়েছে বলে জানান পরিচালকের স্ত্রী সন্ধি দত্ত। দীর্ঘদিন ধরেই সিওপিডির সমস্যায়(COPD Problem) ভুগছেন এই পরিচালক। চলতি মাসেই তাঁর রুটিন চেক আপ হয় বলেও খবর।
দীর্ঘদিন ধরেই ফুসফুসের সমস্যায়(Pulmonary Disease) ভুগলেও হাসপাতালে ভর্তি হতে রাজি ছিলেন না অনীক(Anik Dutta Hospitalised)। কিন্তু সোমবার রাতে আচমকাই তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হয়। ভাল করে শ্বাস নিতে পর্যন্ত পারছিলেন না তিনি। তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয় আমরি হাসপাতালে(AMRI Hospital)।
আরও পড়ুন- Dev on PM Awas Yojana: 'যেটা ভুল সেটা ভুলই', এবার আবাস দুর্নীতি ইস্যুতে মুখ খুললেন তৃণমূল সাংসদ দেব