মেরিলিন মনরোর (Marilyn Monroe) আইকনিক পোশাকে নিজেকে সাজাতে চেয়েছিলেন হলিউড টিভি তারকা কিম কারদাশিয়া (Kim Kardashian)। মেট গালার (Met gala 2022) মঞ্চ মাতিয়েওছিলেন। কিন্তু তারপরই সেই ৬০ বছরের পুরনো পোশাকের বেশ কিছুটা ক্ষতি হয়েছে বলে মনরো ভক্তদের অভিযোগ।
মেরিলিন মনরোর (Marilyn Monroe) আইকনিক গাউন, গায়ের সঙ্গে একবারে সেঁটে থাকা। পরবার সখ ছিল কিমের। কিন্তু তার জন্য পোশাকে এতটুকু অলটার করেননি, বরং ৩ সপ্তাহে নিজের ওজন ঝরিয়েছেন ১৬ পাউন্ড। শুধুমাত্র ওই পোশাকটি পরবেন বলে, কিন্তু এত কিছুর পরেও, অনুষ্ঠানের দিন, পোশাক পরে পুরো চেন টানতে না পেরে কিম গায়ে চড়িয়ে নিয়েছিলেন একটি শ্রাগ। তারপরেও হাঁটতে চলতে অস্বস্তি হওয়ায় কয়েক মিনিটের মধ্যেই বদলে ফেলেছিলেন পোশাক।
Sushant Singh Rajput Death Anniversry : অভিনয়ে নয়, নাচেই প্রথম কেরিয়ার শুরু করেন সুশান্ত
কিন্তু মেরিলিন ভক্তদের চোখকে ফাঁকি দেওয়া খুব সহজ কথা নয়। মেট গালার পর সেই পোশাকের ছবি নতুন করে আপলোড করে অনেকেই দেখিয়েছেন, বেশ কিছু ক্রিস্টাল মিসিং পোশাক থেকে, কয়েক জায়গায় সুতোও বেরিয়ে পড়েছে।