মা হওয়ার অভিজ্ঞতা (Maternity experience) ঠিক কেমন? তা নিয়ে দুনিয়াজুড়ে লেখা হয়েছে অজস্র গদ্য এবং কবিতা। আঁকা হয়েছে ছবি। তৈরি হয়েছে সিনেমাও। সেই সৃষ্টিগুলির সঙ্গে জুড়ে থাকা আবেগের সততা নিয়ে কোনও প্রশ্ন নেই।
তবু, একজন মা যখন স্বয়ং তাঁর নিজের সন্তানের সঙ্গেই নিজের ‘মা’ হওয়ার যাত্রাপথটুকু ভাগ করে নেন, তার অমোঘতার কাছে যেন বাকি সবকিছুই কোথাও গিয়ে ফিকে হয়ে যায়।
আরও পড়ুন: ব্যক্তিগত জীবন থেকে বলিউড, জন্মদিনে নতুনভাবে জেনে নেওয়া যাক দিয়া মির্জাকে
বলিউড অভিনত্রী দিয়া মির্জা (Dia Mirza) তাঁর একরত্তি সন্তান অভ্যানকে লিখলেন তেমনই একটি চিঠি (Dia Mirza wrote a letter to her son)। সঙ্গে নিজের ইনস্টাগ্রাম (Dia Mirza Instagram) থেকে শেয়ার করেছেন কয়েকটি মনোগ্রাহী ছবিও। ওই খোলা চিঠিতে তিনি লিখেছেন, ‘মাতৃত্ব প্রকৃতির (Nature) সর্বোচ্চ উপহার। প্রতিটা মুহূর্তই আলো ও হাসি দিয়ে ভরা। গর্ভবতী হওয়ার প্রথম মুহূর্তের সেই অনুভব থেকে আজ পর্যন্ত… প্রকৃতি যেন তার সব জাদু (Magical ways of nature) নিয়ে আমাকে এক অপূর্ব আবেশে জড়িয়ে নিয়েছে। সময়ের অনেক আগে তোমায় জন্ম দিতে (Prematured birth) গিয়ে শারীরিক ও মানসিক ভাবে কঠিন লড়াই (Struggle) লড়তে হয়েছে। লড়াইটা খুব সহজ ছিল না আমার জন্য। তবু, তুমি যে তোমার মা হিসেবে আমার ওপর ভরসা রেখেছিলে শেষ পর্যন্ত, তার জন্য, আমি তোমার কাছে কৃতজ্ঞ অভ্যান (Avyaan)। আমার ওপর বিশ্বাস রেখে এত দৃঢ়ভাবে আমাকে জড়িয়ে থাকার জন্য তোমাকে ধন্যবাদ’।
নির্ধারিত সময়ের বেশ কিছু আগেই সন্তানের জন্ম দিয়েছিলেন তিনি। সন্তানের উদ্দেশে লেখা তাঁর এই চিঠি পড়ে অভিভূত তাঁর ভক্ত সহ অসংখ্যা সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী (Instagram users)। এমন একটি আবেগপূর্ণ চিঠি (Dia Mirza's open letter to her son) লেখার জন্য তাঁরাও ধন্যবাদ জানিয়েছেন দিয়াকে।