সারা সপ্তাহ ধরে টেলিভিশনের ধারাবাহিকগুলির মধ্যে প্রতিযোগিতা চলতে থাকে। প্রতি সপ্তাহের বৃহস্পতি কিংবা শুক্রবার প্রকাশ্যে আসে টিআরপি তালিকা। যে তালিকা থেকে বোঝা যায় শেষ পর্যন্ত দর্শক কোন ধারাবাহিককে পছন্দ করছেন।
কে হয়েছে বেঙ্গল টপার? কে বা কারা পিছিয়ে পড়েছে তালিকায়? তা জানতে আগ্রহী থাকেন দর্শকরাও। বৃহস্পতিবারের তালিকা অনুযায়ী, গত সপ্তাহের মতো এই সপ্তাহতেও শীর্ষে রয়েছে 'ধুলোকণা'। যদিও আগের সপ্তাহের থেকে বেশ খানিকটা নম্বর কমেছে। ধারাবাহিকটির এই সপ্তাহের প্রাপ্ত নম্বর ৮.০। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে 'অনুরাগের ছোঁয়া'। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.১। তবে, এই দুটি ধারাবাহিকের মাঝে প্রাপ্ত নম্বরের তফাৎ বেশ অনেকটাই।
তালিকায় তৃতীয় হয়েছে 'জগদ্ধাত্রী'। প্রাপ্ত নম্বর ৭.০। গত সপ্তাহে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের সঙ্গেই দ্বিতীয় স্থানে ছিল 'গৌরী এল'। এই সপ্তাহে দ্বিতীয় থেকে একেবারে চতুর্থ স্থানে চলে এসেছে এই ধারাবাহিক। প্রাপ্ত নম্বর ৬.৯। তালিকার পাঁচে রয়েছে 'আলতা ফড়িং'। প্রাপ্ত নম্বর ৬.৬।
এক সময়ের তালিকার শীর্ষে থাকা ধারাবাহিক 'মিঠাই'ও এই সপ্তাহতেও প্রথম পাঁচে জায়গা করতে পারেনি। প্রথম পাঁচে জায়গা হয়নি গাঁটছড়ারও। ষষ্ঠ স্থানে রয়েছে 'মাধবীলতা' ও 'এক্কা দোক্কা'। তাদের প্রাপ্ত নম্বর ৬.৫। ৬.৩ পেয়ে সপ্তমে রয়েছে গাঁটছড়া। অষ্টম স্থানে রয়েছে সাহেবের চিঠি। প্রাপ্ত নম্বর ৬.১। ৫.৬ পেয়ে একেবারে নবম স্থান দখল করেছে এক সময়ের শীর্ষস্থানাধিকারী 'মিঠাই'। তালিকার শেষে রয়েছে লক্ষ্মী কাকিমা। ৫.৫ নম্বর পেয়ে দশম স্থানে রয়েছে এই ধারাবাহিক।