‘ধুম’ এর পরিচালক সঞ্জয় গাধভীর (Sanjay Ghadvi) অকাল প্রয়াণ। মৃত্যুকালে পরিচালকের বয়স হয়েছিল মাত্র ৫৭ বছর। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি। পরিচালকের মৃত্যু সংবাদ নিশ্চিত করেন বনি কাপুর। পরিবার সূত্রে খবর, মর্নিং ওয়াকে গিয়ে আচমকা হৃদরোগে আক্রান্ত হন পরিচালক।
Sara-Shubman: ফাইনাল দেখতে রওনা দিলেন সারা, প্রেমের কথা স্বীকার করলেন গিল?
হাঁটতে গিয়ে অসুস্থতা অনুভব করেন তিনি, সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তবুও হল না শেষ রক্ষা। ২০০৪ সালে মুক্তি পেয়েছিল অভিষেক বচ্চন, জন আব্রাহাম, বিপাশা বসু, উদয় চোপড়া, রিমি সেন অভিনীত ছবিটি। এই ছবি সুপারহিট হয়েছিল।