একেবারে টানটান ম্যাচে মাথা ঠান্ডা রেখে কীভাবেখেলা ঘুরিয়ে দিতে হয় তা ভালোই জানেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তিনি ক্যাপটেন কুল, ২২ গজে নিজেকে ইতিমধ্যেই সেরা প্রমাণ করে দিয়েছেন তিনি এবার ধোনির উৎসাহ সিনেমায়। স্ত্রী সাক্ষীর সঙ্গে হাত মিলিয়ে 'ধোনি এন্টারটেইনমেন্ট' নামে একটি দক্ষিন ভারতীয় চলচ্চিত্রের প্রযোজনা সংস্থা খুলে ফেললেন মাহি।
অনেক আগেই ধোনির প্রযোজনা সংস্থার খবর সামনে এসেছিল। এবার, তিনটি ভাষার চলচ্চিত্রকে এক ছাতার তলায় এনে খুব শিগগিরই 'ধোনি এন্টারটেইনমেন্ট'কে রিলঞ্চ করবেন ক্যাপটেন কুল। তার প্রযোজনা সংস্থায় তৈরি হবে, তামিল, তেলেগু এবং মালায়ালম ভাষার ছবি৷
ধোনি এন্টারটেইনমেন্টের ব্যানারে ইতিমধ্যে তিনটি সিনেমা নির্মিত হয়েছে যেগুলি হল 'রোর অফ লায়ন', 'ব্লেজ টু গ্লোরি' এবং 'দ্য হিডেন হিন্দু'। এরমধ্যে প্রথম দুটি ছবিই ক্রিকেটের উপর ভিত্তি করে তৈরি। 'দ্য হিডেন হিন্দু' লেখক অক্ষত গুপ্তের একটি পৌরাণিক থ্রিলার।