বছরের প্রথম দিনেই একের পর এক চমক দিচ্ছেন দেব। মুক্তি পেল ‘খাদানের’ টিজার। একজন কয়লা মাফিয়ার চরিত্রে দেখা যাবে দেবকে। তাঁর বিপরীতে অভিনয় করবেন ইধিকা পাল। যিনি ছোট পর্দা থেকেই কেরিয়ার শুরু করেছিলেন।
টিজারে দেবের কণ্ঠে নেপথ্যে বাজছে, ‘ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কী ভেবেছিস, অ্যাকশনটা ভুলে গেছি? ওটা আমারই কাজ ‘ । লাল জামায় পিছন ঘুরে দাঁড়িয়ে দেব, হাতে কুঠার। দেবের প্রযোজনা সংস্থার ব্যানারে এই ছবি মুক্তি পাবে। টিজার শেয়ার করে দেব লিখেছেন, One of the most experimental film of today’s time…’
এছাড়াও, এর আগেই সৃজিতের সঙ্গে ‘টেক্কা’ ছবির ঘোষণা করেছেন তিনি। বছরভর একেরপর এক ছবি উপহার দিয়ে চলেছেন অভিনেতা সাংসদ।