মাথা ভর্তি চুল। মুখে উস্কো খুস্কো দাড়ি। সারা মুখে দাগ ছোপ। কাঁধের নীচ থেকে কম্বলে ঢাকা শরীর। ঝলসে যাওয়া মুখের ছবি দেখে প্রায় চেনাই যায় না অভিনেতা দেবকে। ব্যাপার কী? এ আসলে তাঁর আগামী ছবি 'বাঘাযতীন'-এর নয়া লুক।
সেই ছবি রীতিমতো ভাইরাল এখন সোশ্যাল মিডিয়ায়। 'বাঘাযতীন' ছবিতে দেবের আরও কিছু লুক আগেই সামনে এসেছে। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে ছবির টিজারও।
১৯ অক্টোবর পুজোর মুখে একগুচ্ছ বাংলা ছবির সঙ্গেই মুক্তি পেতে চলেছে দেবের ছবিটি, প্রযোজনায় দেবের নিজের সংস্থা।
বাঘাযতীনের মতো আইকনিক চরিত্র, যাকে ঘিরে কত গল্প, কত মিথ, কত ইতিহাস জড়িয়ে, তা পর্দায় কতোটা সুক্ষ ভাবে ফুটিয়ে তুলতে পারেন দেব, তা দেখার অপেক্ষায় উন্মুখ দর্শক।