ভারতের স্বাধীনতা সংগ্রামের বহু উজ্জ্বল স্মৃতিজড়ানো আলিপুর মিউজিয়ামে লঞ্চ করা হল দেব অভিনীত 'বাঘাযতীন'-এর ট্রেলার। পৌনে তিন মিনিটের ট্রেলারে টানটান উত্তেজনা প্রত্যাশা বাড়াল দর্শকদের।
স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় এর বায়োপিকা নামভূমিকায় দেখা যাবে দেব (Dev)কে, গত বছরই সে খবর প্রকাশ্যে এসেছিল। মাস খানেক আগে মুক্তি পাওয়া টিজারও বলে দিয়েছিল টানটান সংলাপ আর অ্যাকশনে ভরা ছবি হতে চলেছে 'বাঘাযতীন' (Baghajatin)।
Indubala bhaater Hotel: ইন্দুবালা এবার সারা দেশের দর্শকের কাছে, হইচই হিন্দিতে বাংলার স্বাদকাহন
১৯ অক্টোবর পুজোর মুখে একগুচ্ছ বাংলা ছবির সঙ্গেই মুক্তি পেতে চলেছে দেবের ছবিটি, প্রযোজনায় দেবের নিজের সংস্থা।
বাঘাযতীনের মতো আইকনিক চরিত্র, যাকে ঘিরে কত গল্প, কত মিথ, কত ইতিহাস জড়িয়ে, তা পর্দায় কতোটা সুক্ষ ভাবে ফুটিয়ে তুলতে পারেন দেব, তা দেখার অপেক্ষায় উন্মুখ দর্শক।