নিজেই বলছেন স্বামী গৌরব চট্টোপাধ্যায় (Gourav Chattopadhya)পেশাগত জীবনে তাঁর গুরু। তারপরেও কেন খলনায়িকা দেবলীনা কুমার(Devlina Kumar)? ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক, দেবলীনার নতুন ধারাবাহিক আসছে স্টার জলসায়। ‘সাহেবের চিঠি’ (Saheber chithi)তে তিনি এবার ভিলেনের(Negative role) চরিত্রে। এই সিরিয়ালের শুটিং শুরু হবে আগামী সপ্তাহে।
এর আগে টেলিভিশনে কাজ করেননি দেবলীনা। সেদিক থেকে গৌরব অনেক অভিজ্ঞ। তাই এ ব্যাপারে গৌরবের সঙ্গে কোনও প্রতিযোগিতা নেই। বরং স্বামীকে 'গুরু'ই মানেন তিনি।
সদ্য মুক্তি পাওয়া ‘আবার কাঞ্চনজঙ্ঘা’ এবং তীরন্দাজ শবরে দেখা গিয়েছে দেবলীনাকে। বড় পর্দায় দেবলীনার অভিনয় যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে ইতিমধ্যে।