বাংলার উপন্যাস নিয়ে এর আগেও অনেক কাজ হয়েছে| কিন্তু এক অন্য মাইলফলক তৈরি করতে চলেছে ‘দেবী চৌধুরাণী’| এটিই বাংলার প্রথম ছবি, যা ইন্দো-ইউকে প্রযোজনায় তৈরি হতে চলেছে| শুভ্রজিৎ মিত্র পরিচালিত 'দেবী চৌধুরানী' LOK আর্টস কালেকটিভ (ইন্ডিয়া/ইউকে) | বঙ্কিম চন্দ্রের জন্মজয়ন্তীতেই এই আনুষ্ঠানিক ঘোষণা হল।
শুধু, বঙ্কিমের উপন্যাস অবলম্বন করেই ছবির গল্প নয়, বেশ খানিকটা ইতিহাসমিশ্রিত ছবি | অন্যান্য চরিত্রে রয়েছেন বিবৃতি চট্টোপাধ্যায়, দর্শনা বণিক, অর্জুন চক্রবর্তীদের ফার্স্টলুকও সামনে এসেছে। ছবিতে আছেন সবস্যাচী চক্রবর্তীও।