দেব অভিনীত 'প্রধান'-এর শুটিং শেষ হয়েছে সদ্য । এবার প্রকাশ্যে এল সিনেমার ফার্স্ট লুক পোস্টার । আবারও নতুন চরিত্রে নতুন চমক দিতে তৈরি দেব । পোস্টারেই তার ইঙ্গিত মিলল । এবার দেখা গেল ইন্সপেক্টর দীপক প্রধানকে । ফার্স্ট লুকে খাকি উর্দিতে নজর কাড়লেন দেব । তবে, দেবের সঙ্গে দেখা গেল না সৌমিতৃষাকে ।
ফার্স্ট লুক পোস্টারে দেবের সঙ্গে দেখা গেল পরাণ বন্দ্যোপাধ্যায় ও অনির্বাণ চক্রবর্তীকে । ছবির নীচে লেখা, প্রজাপতির পর প্রধান, নো মোর ফিয়ার । তবে ছবির প্রথম পোস্টারে জায়গা হয়নি মিঠাইরানির । ফলে একটু হলেও হতাশ তাঁর ভক্তরা । দু'জনকে একসঙ্গে দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা ।
বড়দিনের ছুটিতে মুক্তি পেতে চলেছে দেব-এর 'প্রধান'। মুক্তির তারিখ ২২ ডিসেম্বর । ইতিমধ্যেই ছবির শুটিং শেষ হয়ে গিয়েছে । শুটিংয়ের শেষে টিমের সঙ্গে ছবি পোস্ট করেন দেব, সৌমিতৃষা দু'জনেই । দেব-সৌমিতৃষা ছাড়াও সিনেমায় অভিনয় করবেন সোহম চক্রবর্তীও । টনিক ও প্রজাপতির পর আবার অভিজিৎ সেনের পরিচালনায় কাজ করছেন দেব ।