দেব-রুক্মিণী-অম্বরীশ, না বলা ভাল, ব্যোমকেশ-সত্যবতী-অজিত, ওটাই এখন ওদের পরিচয়। আগামী মাসেই মুক্তি পাচ্ছে 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য'। ছবির পোস্টারে দেবের এক হাতে ধরা একটি সাপ, অন্য হাতে একটি টর্চ। শুটের সময় কি সত্যিই সাপ ধরেছিলেন দেব? উত্তর পেয়ে গেল দর্শক। দেবের প্রযোজনা সংস্থার তরফে একটি বিহাইন্ড দ্য সিন ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়েছে, তাতেই সামনে এসেছে সত্যিটা।
সাপ নয়, হাতে প্লাস্টিকের একটি ভুয়ো সাপ নিয়ে শুটিং করেছিলেন দেব।
মাস ছয়েক আগে পর্যন্ত সত্যান্বেষীর চরিত্রে কেউ দেবকে ভাবতে পারতেন না, সত্যবতী হিসেবে রুক্মিণী বা অজিতের চরিত্রে অম্বরীশকেও ভাবা যায়নি, পরিচালক বিরসা দাসগুপ্ত ভাবলেন, শুটিং চলল পুরোদমে। গোটা ছবিটি এখন শুধু মুক্তির অপেক্ষায়। কীভাবে মেকআপ হল, কীভাবে লুক সেট, তার অনেকটাই ধরা রয়েছে সেই ভিডিয়োতে।