সম্প্রতি ঘোষিত হয়েছে ৬৯ তম জাতীয় পুরষ্কার (National Award)। স্বল্প দৈর্ঘ্যের হিন্দি ছবি 'এক দুয়া' (Ek Duaa) জাতীয় পুরষ্কার পেয়েছে, সেই খুশিতেই ছবির পরিচালক রামকমল মুখোপাধ্যায়ের (Ramkamal Mukherjee) জন্য পার্টি আয়োজন করলেন দেব রুক্মিণী (Dev-Rukmini)।
সোশ্যাল মিডিয়ায় রুক্মিণী আগেই রামকমলকে অভিনন্দন জানিয়ে পোস্ট করেছিলেন, এবার ঘটা করে কেক কেটে উদযাপন হল। সঙ্গে ছিলেন দেবও।
Manas Mukul Pal: 'সহজ পাঠের গপ্পো'র পর ৬ বছররের অপেক্ষা, সব বাধা পেরিয়ে আসছে দীনেশ গুপ্তর বায়োপিক
রামকমলের পরিচালনায় পরপর দু'টি ছবিতে নামভুমিকায় দেখা যাবে রুক্মিণীকে। বিনোদিনী এবং দ্রৌপদী, দুটিই আইকনিক চরিত্র। দু'টি ছবির প্রযোজনাতেই দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স।