রাজনীতির (Politics) সঙ্গে অভিনয়ের কোনও যোগ নেই। এবং রাজনীতি হওয়া উচিত সৌজন্যের। ব্যক্তিগত আক্রমণ না করে রাজনীতির বার্তা দিলেন তৃণমূল সাংসদ (TMC MP) তথা অভিনেতা দেব (Dev)।
সম্প্রতি এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে দেব বলেন, তাঁর কাছে সিনেমা এবং রাজনীতি আলাদা। সহঅভিনেতা অভিনেত্রীরা রাজনীতিতে যুক্ত কি না, সেটা তাঁর ব্যক্তিগত বিষয়। সেই প্রসঙ্গে প্রজাপতি ছবিতে তাঁর বাবার চরিত্রে অভিনয় করা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) কথাও বলেন দেব। শুটিং-এর সময় রাজনীতির কথা একবারও আসেনি, জানিয়েছেন ঘাটালের সাংসদ।
Swastika Mukherjee: মা হচ্ছেন স্বস্তিকা? অভিনেত্রীর পোস্ট করা সেলফি ঘিরে হইচই
বিরোধী দল বা প্রার্থীকে ছোট করেন না, জানিয়ে দিলেন দেব, বললেন, ২০১৪ সালে প্রথম প্রার্থী হয়ে সিপিআইএম প্রার্থীর কাছ থেকেও আশির্বাদ নিয়েছিলেন। নিজেকে বড় করতে গেলে অন্যক ছোট করতে হবে, জিততে গেলে কুকথা বলতে হবে, এমনটা বিশ্বাস করেননা দেব। কাউকে ব্যক্তিগত আক্রমণ করাকেও সমর্থন করেননা।।