এই বড়দিনে মুক্তি পাচ্ছে দেব-সৌম্যতৃষা অভিনীত প্রধান। একই সঙ্গে মুক্তি পাবে মিঠুন চক্রবর্তীর 'কাবুলিওয়ালা'। প্রতিযোগিতা ভয় পাচ্ছেন দেব?
'টনিক' এবং 'প্রজাপতি'র পরিচালকই রয়েছেন 'প্রধান'-এর পরিচালনায়। এ ছবিও কি তাহলে হতে চলেছে সুপারহিট? কী বলছেন অভিনেতা? বছর শেষে 'প্রধান' এর মুক্তি, ওই সময়টা বক্স অফিসে একাধিক ছবির ভিড়। মুক্তি পাচ্ছে কিং খানের ডাঙ্কি, প্রভাসের 'সালার', সবের ভিড়ে বাংলা ছবির কী হবে? কতটা উদ্বেগে দেব?
পর্দার বাঘাযতীন বললেন, বললেন, ‘‘আমরা জায়গা ছেড়ে দিলে বাংলা ছবি কোনও দিন মাথা উচুঁ করে বাঁচতে পারবে না! ভয় পেয়ে পিছু হটতে রাজি নই। আমি পিছিয়ে গেলে আরও অনেকে লড়াই করার সাহস হারাবে। যা হবে দেখা যাবে।’’