বাংলা ছবির ইতিহাসে এমন ঘটনা খুব সম্ভবত, এই প্রথম। মোটামুটি একই সময়ে ব্যোমকেশের একই গল্প নিয়ে ছবি এবং ওয়েব সিরিজ বানালেন বাংলার দুই প্রথম সারির পরিচালক, এ খবর এতদিনে সকলের জানা। কিন্তু সৃজিতের 'দুর্গ রহস্য'-এর কলাকুশলীদের দিয়েই লঞ্চ করা হল দেবের 'ব্যমকেশ ও দুর্গরহস্যের' ট্রেলার। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এটাই হয়েছে।
দিন কয়েক আগেও সৃজিত বনাম দেব, এই শব্দবন্ধ ব্যাবহার করা হচ্ছিল খবরের কাগজে, সংবাদ মাধ্যমে, সোশ্যাল মিডিয়ায়। তখন কে জানত, ট্রেলার লঞ্চে ঘটতে চলেছে এমন অবিশ্বাস্য ঘটনা। ব্যোমকেশ সংক্রান্ত যে কোনও পোস্টেই সৃজিত ব্যবহার করতেন হ্যাশট্যাগ onmyownterms। সেই সৃজিতের হাতেই আনুষ্ঠানিক ভাবে ট্রেলার উদ্বোধন করালেন দেব।
Nikhoj: ‘দিতি কোথায়?’ খোঁজ শুরু করলেন আইপিএস স্বস্তিকা, প্রকাশ্যে নিখোঁজের ট্রেলার
মঞ্চে উপস্থিত ছিলেন বিরসা এবং সৃজিতের গোটা টিম। পাশাপাশি দাঁড়িয়ে ছিলেন দুই সত্যবতী। সোহিনীর কাঁধে হাত দিয়ে রুক্মিণী উপস্থিত সকলের উদ্দেশে বললেন 'এই সত্যবতীকে ভালবেসে কিছু বেঁচে গেলে আমায় বাসবেন'।
মুহূর্তে কেমন থমকে গেল সব জল্পনা, সব সমীকরণ। যে এসভিএফ-এর সঙ্গে দেবের মুখ দেখাদেখি বন্ধ বলে শোনা যায়, ট্রেলার লঞ্চের মঞ্চে দেখা হল তাঁর কর্ণধার শ্রীকান্ত মোহতাকেও।