Dhumketu Movie : ফের বড়পর্দায় দেব-শুভশ্রী, 'খাদান' মুক্তির পরই কি ধূমকেতু রিলিজ নিয়ে তোরজোড় রানা-র ?

Updated : Mar 05, 2025 17:53
|
Editorji News Desk

টলিপাড়ায় হইচই । তাও আবার দেবের পোস্ট করা একটি ছবিকে ঘিরে । মঙ্গলবার থেকে পেজ থ্রি-র হেডলাইনে শুধুই দু'জনকে নিয়ে চর্চা । দু'জন বললে ভুল হবে, আলোচনার ফ্রেমে তিনজন । দেব, শুভশ্রী ও রানা সরকার । কিছু কি আন্দাজ করতে পারলেন ? এই তিনজনের কথা বললে একটা কথাই মাথায় আসে, 'ধূমকেতু' । তাহলে কি ৯ বছরের খরা কাটিয়ে অবশেষে মুক্তি পেতে চলেছে দেব-শুভশ্রীর সিনেমা ? একফ্রেমে ছবি দিয়ে কিন্তু সেরকমই ইঙ্গিত দিয়েছেন দেব ও রানা সরকার । ব্যাপারখানা কী ?

মঙ্গলবার বিকেলে একটি ছবি শেয়ার করেন দেব । সেখানে একফ্রেমে হাসিমুখে দেখা গেল দেব ও রানা-কে । দেবের গায়ে কালো টিশার্ট আর ট্রাউজার। আর রানা পরেছেন সাদা-কালো শার্ট ও ডেনিম। ক্যাপশনে খাদান অভিনেতা লিখেছেন, 'এমনি' । তারপরেই লেখেন, 'এবার অন্তত ভাল কিছু আশা করা যেতে পারে।'  

রানা সরকারও সোশ্যল মিডিয়ায় একই ছবি শেয়ার করেছেন । ক্যাপশনে লিখেছেন, 'Now or Never' । যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, এখন যদি না হয়, কখনও হবে না । হ্যাশট্যাগে জুড়ে দিয়েছেন ধূমকেতু, দেব ও শুভশ্রীর নাম । অর্থাৎ বোঝাই যাচ্ছে, আগামী দিনে ধূমকেতু নিয়ে বড় আপডেট আসতে চলেছে । 

প্রযোজক রানা সরকার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দেব আন্তরিকভাবে চেষ্টা করছেন । ধূমকেতু মুক্তি পাবে । তবে, সব জানার জন্য আরও অপেক্ষা করতে হবে । খবর প্রকাশ্যে আসার পর থেকে আশায় বুক বেঁধেছেন দেব-শুভশ্রীর অনুরাগীরা । ধূমকেতু-ই ছিল তাঁদের একসঙ্গে শেষ সিনেমা । সেক্ষেত্রে ছবি যদি মুক্তি পায়, তাহলে আবারও একসঙ্গে দেখা যাবে দেব-শুভশ্রীকে । 

উল্লেখ্য, ২০১৬ সালে ধূমকেতু-র শুটিং হয় । কিন্তু, সিনেমার জন্য তাঁরা একসঙ্গে হয়েছিলেন । পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় বড়পর্দায় অন্য দেব-কে তুলে ধরতে চেয়েছিলেন । দেব নিজেও বহুবার জানিয়েছেন, ধূমকেতু তাঁর কেরিয়ারের সেরা সিনেমা, সেরা অভিনয় । অথচ সেই সিনেমাই মুক্তি পায়নি । দেব বারবার রানা সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন । 

বছর দু'য়েক আগেও রানা সরকার ধূমকেতু মুক্তি নিয়ে আশার আলো দেখিয়েছিলেন । কিন্তু নানা জটিলতার কারণে সিনেমা রিলিজ হয়নি । বরং সিনেমা মুক্তি না পাওয়ার নেপথ্য কারণ হিসেবে একে অপরের কোর্টে বারবার বল ঠেলে দিয়েছেন দেব ও রানা । এদিকে, গত বছর 'খাদান' মুক্তি পাওয়ার পর থেকে রানা সরকারকে ফের ধূমকেতু রিলিজ নিয়ে উদ্যোগী হতে দেখা গিয়েছে ।  একাধিক পোস্ট করে জানিয়েছিলেন, ধূমকেতু রিলিজ হবে, যদি দেবের খাদান ও শুভশ্রীর সন্তান হিট হয় । ছবি ব্লকবাস্টার করার জন্য দর্শকদের অনুরোধও করেছিলেন । বক্স অফিসে খাদান ও সন্তান...দুই সিনেমাই ব্যাপক সাফল্য পায় । এবার দেব-শুভশ্রীকে একসঙ্গে বড়পর্দায় দেখার অপেক্ষায় দর্শকরা ।

Dhumketu Movie

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ