আর রাখঢাক রাখলেন না 'বিনোদিনী', জানিয়ে দিলেন 'শেষ পর্যন্ত' তিনি দেবকেই চান। মলদ্বীপে দেবের সফর সঙ্গী আর কেউ নন, তিনিই। 'নটী বিনোদিনী ', মুখ্য চরিত্রে অভিনয় করছেন রুক্মিণী মৈত্র। অন্যদিকে বাঘাযতীনের শ্যুটিং-এ ব্যস্ত ছিলেন দেব। কাজের ব্যস্ততা একটু কমতেই জুটিতে হাওয়া বদল করতে পাড়ি দিয়েছিলেন মলদ্বীপের সমুদ্রতটে। এতদিন পর্যন্ত 'ধরি মাছ না ছুঁই পানির' মতো করে দুজনেই আলাদা ছবি পোস্ট করছিলেন। কিছুতেই একসঙ্গে সমুদ্র সৈকতের ধারে দুজনকে দেখার সুযোগ দিচ্ছিলেন না তারা। অবশেষে পর্দা তুললেন রুক্মিনী। তাঁর হাত শক্ত করে ধরে রয়েছেন দেব৷ হেঁটে চলেছেন তিনি। ক্যাপশনে লিখছেন, 'পরবর্তী সময় পর্যন্ত'...
Rimjhim Mitra: পরনে লাল বেনারসি, মাথা রাঙানো সিঁদুরে! বিয়ে সেরে ফেললেন রিমঝিম?
সকাল সকাল দুজনের এমন রোমান্টিক ছবি দেখে বেজায় খুশি তাঁদের অনুরাগীরাও। এদিকে নিঃশ্বাস ফেলার জো নেই তাঁর। টলিউডের অন্যতম ব্যস্ত অভিনেতা দেব। অভিনয়ের পাশাপাশি শক্ত হাতে সামলাচ্ছেন প্রযোজনার কাজও। বাঘাযতীনের শ্যুটিং-এ আহত হয়েছিলেন তিনি। একটু সেরে উঠতেই প্রেমিকা রুক্মিনীর হাত ধরে মলদ্বীপ উড়ে গিয়েছেন তিনি। কাজ কোলাহলের থেকে দূরে গিয়ে কাটাচ্ছেন নিভৃত সময়।