দিল্লির রাজঘাটে তৃণমূলের কর্মসূচিতে দেখা গেল না দুই তারকা সাংসদকে। ঘাটালের সাংসদ দীপক অধিকারী ওরফে দেব এবং যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তীকে চোখে পড়েনি অভিষেক বন্দ্যেপাধ্যায়ের নেতৃত্বে হওয়া বিক্ষোভ কর্মসূচিতে৷ তবে আরেকজন তারকা সাংসদ নুসরত জাহান রুহি হাজির ছিলেন রাজঘাটের সমাবেশে।
তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন জানিয়েছেন, তিনি নুসরতকে সভায় দেখেছেন, কিন্তু দেব এবং মিমিকে দেখতে পাননি৷ বেহালা পূর্বের বিধায়িকা রত্না চট্টোপাধ্যায়ও জানান, নুসরতের সঙ্গে তাঁর কথা হয়েছে, কিন্তু মিমি বা দেবকে তিনি দেখেননি। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষও ঘাটাল এবং যাদবপুরের সাংসদকে দেখেননি৷ তবে কুণালের কথায়, "আমি দেখতে পাইনি মানে তাঁরা যাননি এননটা নয়।"
দেবের অফিসের সূত্র থেকে জানা গিয়েছে, তিনি তাঁর পরবর্তী ছবি 'বাঘাযতীন'-এর প্রচার নিয়ে ব্যস্ত। মিমিও ব্যস্ত রয়েছে তাঁর পরবর্তী ছবি 'রক্তবীজ'-এর প্রচারে।
সম্প্রতি ফ্ল্যাট প্রতারণা মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি জিজ্ঞাসাবাদ করেছিল নুসরতকে। ওই বিষয়টিকে নুসরতের 'ব্যক্তিগত বিষয়' বলে উল্লেখ করেছিল তৃণমূল। অর্থাৎ এই বিষয়ে ইডি-র বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তোলেনি দল৷ তারপরও রাজঘাটে নুসরতের উপস্থিতি নজর কেড়েছে রাজনৈতিক মহলের।