গত বছর মে মাসে করোনা আক্রান্ত হয়েছিলেন দীপিকা পাদুকোন (Deepika Padukone)। তারপর দীর্ঘ দু'মাসের ব্রেক নিতে হয় অভিনেত্রীকে। কেমন ছিল সে সব দিন? এই প্রথম মুখ খুললেন দীপিকা? জানালেন, করোনা সংক্রমণ, তার জীবনটাই পাল্টে দিয়েছিল। করোনা হওয়ার সময়ের চেয়েও সেরে ওঠার পরের বেশ কিছুদিন ছিল সবচেয়ে কঠিন।
অভিনেত্রীর ধারণা, করোনার সময় তাঁকে যেসব ওষুধ এবং স্টেরয়েড দেওয়া হয়েছিল, সেসবের জন্যই আফটার এফেক্ট হয়েছিল খুব বেশি। চেনা যেত না দীপিকাকে। শারীরিক তো বটেই, মানসিক অনেক বদল এসেছিল বলেই জানিয়েছেন নায়িকা। আর সে কারণেই করোনাকালে একটাও আপডেট দেননি রনভির সিং এর ঘরণী।
ছবির কাজ থেকেও ব্রেক নিতে হয়েছিল সেরে ওঠার দু'মাস পর পর্যন্ত।