নিকের কনসার্টে থাকার কথা প্রিয়াঙ্কা চোপড়ার, কিন্তু তার বদলে নিকের সবচেয়ে বড় চিয়ার গার্ল হয়ে উঠলেন কে, না দীপিকা পাড়ুকোন। ব্যাপার কী?
সম্প্রতি মুম্বইতে ছিল নিক ব্রাদার্সের কনসার্ট। সেখানেই নিকের পারফরম্যান্সে মুগ্ধ দীপিকা, নিজের ইন্সটা স্টোরিতে সেই মুগ্ধতা চেপে রাখতে পারেননি ডিম্পল কুইন। বাকি সব গানের সঙ্গে নিক গেয়েছেন বলিউডের জনপ্রিয় গান, 'মানো মেরি জান'। নিকের গলায় বলিউডের গান শুনে দীপিকা ক্লিন বোল্ড।
লোলাপালুজা মিউজিক ফেস্টিভ্যালে জোনাস ব্রাদার্সের কনসার্টে দর্শক-শ্রোতাদের সে কী উচ্ছ্বাস। কনসার্ট দেখতে গিয়েছিলেন খোদ তাপসী পান্নুও। জোনাস ভাইদের গানের তালে নাচতেও দেখা গেল তাপসীকে।