সেপ্টেম্বরে রণবীর-দীপিকার কোল আলো করে আসছে সন্তান। কিন্তু দীপিকার পেট দেখে বোঝার উপায় কেন নেই, সেই নিয়ে চর্চা ছিল চারপাশে। অবশেষে হবু মা-এর বেবিবাম্প প্রকাশ্যে এল।
পঞ্চম দফায় মুম্বইতে চলছে তারকাখচিত ভোটগ্রহণ। সকাল সকালই বুথে আসতে দেখা গেল বলিউডের পাওয়ার কাপল দীপিকা পাড়ুকোন-রণবীর সিং-কে। মুম্বইয়ের আবহাওয়া মাথায় রেখেই দীপভিরের ভোট পোশাক ছিল সামারকুল। দুজনের পরনেই ছিল সাদা শার্ট, সঙ্গে ডেনিম জিন্স।
সাদা ঢোলা শার্টে দীপিকার বেবিবাম্প স্পষ্ট। হবু মায়ের হাঁটার ছন্দও ছিল কিছুটা ধীর। প্রসঙ্গত, দীপিকা প্রায় ৬ মাসের অন্তঃসত্ত্বা। রণবীরের পরনেও ছিল ডেনিম জিন্স এবং সাদা শার্ট।