দীপিকা পাড়ুকোন! তিনি কোন ইভেন্টে কী পরলেন, কী গয়না পরলেন, কোন অ্যাকসেসোরিজ ব্যবহার করলেন, সেই দিকে নজর থাকে, সারা দেশের। তার ওপর প্রেগন্যান্সির পর থেকে আরও বেশি করে প্রচারের আলোয় দীপিকা। অন্তঃসত্ত্বা হওয়ার খবর আসার পর থেকে এই প্রথম শাড়িতে সাজলেন দীপিকা। তাও, কবে? না, স্বামী রনভিরের জন্মদিনের ঠিক আগে।
এই মুহূর্তে এ বছরের দেশের সবচেয়ে চর্চিত বিয়ের উদযাপন শুরু হয়ে গিয়েছে। অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের বিয়ে। অনন্ত-রাধিকার সঙ্গীত উপলক্ষ্যেই বেগুনি শাড়িতে সাজলেন হবু মা। টিনসেল টাউনে কান পাতলে শোনা যাচ্ছে সেই শাড়ির দাম প্রায় দেড় লাখ, ১ লক্ষ ৩৯ হাজার, ৫০০ টাকা।
একে তো প্রেগন্যান্সি গ্লো রয়েছে, তার ওপরে দারুণ শাড়িতে সেজেছেন, দীপিকার থেকে চোখই সরছে না। বেগুনি শাড়ির সঙ্গে পরেছেন মানানসই গয়না, চুলে বেঁধেছেন খোঁপা। এ সব দেখে বার্থডে বয় রনভির তো মুগ্ধ। স্ত্রীয়ের এই সাজ তাঁর জন্মদিনের সেরা উপহার, জানিয়েছেন বলিউডের গল্লি বয়।