অনন্ত রাধিকার বিয়ে যেন ছিল তারাদের মিলন মেলা। সন্ধে থেকেই বলিউড, হলিউড থেকে শুরু করে আন্তর্জাতিক স্তরের তাবড় তারারা একে একে পা রাখতে শুরু করেছিলেন মুম্বইয়ের বিকেসির জিও সেন্টারে। কিন্তু 'মম টু বি' দীপিকা এন্ট্রি নিলেন একটু রাতের দিকে৷ আর তিনি ঢুকতেই সমস্ত আলো যেন নিমেষে ফিকে হয়ে গেল৷
হবে নাই বা কেন? দুর্দান্ত একটি লাল আনারকলি পরেছিলেন হবু মা। তাঁর মাতৃত্বকালীন জেল্লা যেন ঠিকরে বের হচ্ছে। লাল টিপ, খোঁপায় তাজা ফুলের মালা, গলায় একটি চোকার মানাসই কানের দুল, সাজ বলতে এই। তবুও যেন তাঁর দিক থেকে চোখ ফেরানো দায়। লাল ওড়না চাদরের মতো নিয়ে ঢেকেছিলেন বেবি বাম্প।
Zero Waste Wedding: বাঁশের মণ্ডপ, কলা পাতায় পরিবেশন! আম্বানিদেরকে টেক্কা দিচ্ছে পরিবেশবান্ধব এই বিয়ে
এদিনের সন্ধেতে বলিউডের সমস্ত উজ্জ্বল তারারাই উপস্থিত ছিলেন। প্রিওয়েডিং অনুষ্ঠানগুলিতে রণবীর চুটিয়ে আনন্দ করলেও দীপিকাকে দেখা যায়নি। বিয়ের দিন তাঁকে দেখার একটা বাড়তি কৌতুহল ছিলই দর্শকদের মধ্যে৷