বিবাহ বহির্ভূত সম্পর্ক- এই শব্দ এখনও এক্রকমের সামাজিক ট্যাবু। আধুনিক সমাজের ঘটছে আকছার, অথচ তা নিয়ে খোলামেলা কথা বলা? নৈব নৈব চ! এবার এই বিষয়কে কেন্দ্রীয় ভাবনায় রেখে একটা গোটা ছবি! বলছি দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), অনন্যা পাণ্ডে (Ananya Pandey), সিদ্ধান্ত চতুর্বেদী (Siddhant Chaturvedi) অভিনীত 'গেহরাইয়া' (Gehraiyaan) ছবির কথা।
১১ ফেব্রুয়ারি অ্যামাজন প্রাইমে (Amazon Prime Video) ছবির ওয়ার্ল্ড প্রেমিয়ার। তার আগে এডিটরজির (Editorji) তরফে বৈভবীর সঙ্গে কথা হল তারকাদের। কোনও রাখ ঢাক না রেখে ছবির অন্তরঙ্গ মুহূর্তের শুটিং, পরকীয়া সম্পর্কে দৃষ্টিভঙ্গী সব নিয়েই খোলামেলা আড্ডা হল।
The Kashmir Files কাশ্মীর নিয়ে 'বিতর্কিত' ছবি! আগামী মাসেই মুক্তি পাচ্ছে 'দ্য কাশ্মীর ফাইলস'
ছবিতে দীপিকা, অনন্যা, সিদ্ধান্ত ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন নাসিরুদ্দিন শাহ (Naseeruddin Shah), রজত কাপুর (Rajat Kapur)।
'গেহরাইয়া'-র পরিচালনায় শাকুন বাত্রা। প্রযোজনায় ভায়াকম ১৮, ধর্মা প্রোডাকশন এবং পরিচালকের প্রযোজনা সংস্থা জোশুকা ফিল্মস।