দেবেশ চট্টোপাধ্যায় বাংলা মঞ্চের অন্যতম গুরুত্বপূর্ণ নাম দীর্ঘদিন ধরেই। মঞ্চে অভিনয় এবং পরিচালনা- দুই'ই তাঁর করায়ত্ত। পরিচালনা করেছেন রূপোলি পর্দাতেও। এবার তিনি ক্যামেরার সামনেও আসতে চলেছেন গুরুত্বপূর্ণ চরিত্রে। নিজের নতুন নাটক ‘খোক্কস’-এর পরিচালনার পাশাপাশি অর্পিতার শোয়েও দাপিয়ে বেড়াচ্ছেন জনপ্রিয় পরিচালক। তবে এ বার শুধু মঞ্চে নয়, থাকছেন বড় পর্দাতেও। অভিনয় করবেন দেব-এর 'দুর্গরহস্য' ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। কোন চরিত্রে অভিনয় করবেন, কী ভূমিকা সেই চরিত্রের, তা খোলসা না করলেও, চরিত্রটি যে রহস্যময়, তা জানিয়েছেন দেবেশ।
এই চরিত্রের জন্যই মধ্যপ্রদেশের গোয়ালিয়রে শুট করেছেন দেবেশ চট্টোপাধ্যায়। তাঁর সাম্প্রতিক ফেসবুক পোস্টেও গোয়ালিয়রের রাস্তাঘাট। শুটিংয়ের ফাঁকে সহ-অভিনেতা তথা বন্ধু শঙ্কর দেবনাথের সঙ্গে মজাদার এক মুহূর্তে দেখা গেল তাঁকে। শঙ্কর জড়িয়ে আছেন এক গরুকে। দেবেশ জড়িয়েছেন শঙ্করকে।