রাজনীতিকে বিদায় জানিয়ে ছোটপর্দায় ফিরেছিলেন, কিন্তু ততোটা জনপ্রিয় হয়নি অভিনেত্রী দেবশ্রী রায়ের 'সর্বজয়া'! মাত্র ৯ মাসেই বন্ধ হয়েছিল ধারাবাহিকটি। এবার ওটিটি প্ল্যাটফর্মে নতুন করে দেবশ্রীকে পেতে চলেছেন বাংলার দর্শক। এবার তিনি কেমিস্ট্রি মাসির ভূমিকায়।
পরিচালক সৌরভ চক্রবর্তীর নতুন সিরিজের নাম 'কেমিস্ট্রি মাসি'। তাতেই নাম ভূমিকায় দেখা যাবে দেবশ্রীকে। এককালে পর্দায় অনেকের সঙ্গেই তাঁর রসায়ন ছিল চমৎকার, এবার হাতে থাকবে রসায়নের বই।
শুক্রবার জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই নিজেদের পরবর্তী ২৪টি অরিজিনাল কনটেন্টের কথা ঘোষণা করেছে৷ সেগুলির অন্যতম সৌরভ কেমিস্ট্রি মাসি। তরুণ পরিচালকের হাত ধরে 'কলকাতার রসোগোল্লার' ওটিটি জয় হবে তো? উন্মুখ অপেক্ষায় দর্শক।