পরিচালক সৌরভ চক্রবর্তীর নতুন সিরিজের নাম 'কেমিস্ট্রি মাসি'। তাতেই নাম ভূমিকায় দেখা যাবে দেবশ্রীকে। এককালে পর্দায় অনেকের সঙ্গেই তাঁর রসায়ন ছিল চমৎকার, এবার হাতে থাকবে রসায়নের বই। ইতিমধ্যেই, প্রকাশ্যে এল সিরিজের ট্রেলার।
সিরিজে ফুটে উঠবে, এক ‘রসায়ন’ পাগল গৃহবধূর কথা। যাঁর রান্নার হাতটিও ভাল। জীবনের বেশ কয়েকটি বছর সংসার করার পর। অবশেষে একটি পড়ানোর চ্যানেল খোলেন ‘কেমিস্ট্রি মাসি’ , স্বামীর অমতেই।
Jhansi Bride Exam: বিয়ের সাজেই কনে ছুটলেন পরীক্ষা দিতে, ভাইরাল ভিডিয়ো
পরিচালক সৌরভ চক্রবর্তীর এই সিরিজ, সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার গল্পই শোনাবে। সিরিজ মুক্তি পাওয়ার কথা ১৪ ফেব্রুয়ারি।