হেমন্ত গোধূলিতে হাতে হাত, চোখে চোখ। নতুন জীবনে পা রাখলেন দর্শনা বনিক, সৌরভ দাস। সপ্তাহ দুয়েক আগে থেকেই শহরজুড়ে এই বিয়ে নিয়ে ছিল জোর চর্চা। ছাদনা তলায় চারহাত এক হল দুজনের।
কনের পরনে ছিল রূপোর জরির কাজ করা লাল বেনারসি। সৌরভ পরেছিলেন জামদানি ও কাঁথার কাজের কুর্তা, সঙ্গে তসর ধুতি।
দর্শনা নিজেই জানিয়ে ছিলেন বিয়ে করবেন, এই সিদ্ধান্ত খুব ভেবে নেননি। সৌরভের সঙ্গে বন্ধুত্ব ছিল, দুই বাড়ির মধ্যেও দারুণ সম্পর্ক, তাই একদিন দুজনে বলে ফেললেন লেটস গেট ম্যারেড। দেখতে দেখতে এসে পড়ল সেই দিন।
তপসিয়ার এক ব্যাঙ্কোয়েটে বসেছে সৌরভ দর্শনার বিয়ের আসর।