'বাংলার জাতীয় গর্ব'-র দ্বিতীয় বছর । প্রত্যেক বছরের মতো এবছরও অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজনে Angel Creation । ১০ ফেব্রুয়ারি হয়ে গেল পর্দা উন্মোচন । অ্যাওয়ার্ড থেকেও পর্দা উঠল এদিন । ইস্টার্ন মেট্রোপলিটন ক্লাবে অনুষ্ঠানের আয়োজন করা হয় । রঙিন আলো, ফুলে সেজে উঠেছিল ভেন্যু । তারকাদের হাট ছিল সেখানে । বর্ণাঢ্য সন্ধে আলো করলেন সোহম চক্রবর্তী, কৌশিক গঙ্গোপাধ্যায়, রামকমল মুখোপাধ্যায়, অনন্যা চট্টোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়, ইন্দ্রাণী দত্তরা ।
ফ্যাশন শো-এরও আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানে । শাড়ি, পাঞ্জাবির ট্র্যাডিশনাল সাজে ছিল শুদ্ধ বাঙালিয়ানা । সিল্কের হ্যান্ডলুম শাড়ি, পাঞ্জাবিতে নজর কেড়েছেন মডেলরা ।
'বাংলার জাতীয় গর্ব'
বাংলা থেকে যাঁরা জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছেন, তাঁদের বাংলায় সম্মান জানানোর উদ্দেশেই 'অ্যাঞ্জেলস ক্রিয়েশন'-এর বিশেষ উদ্যোগ এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি।
অ্যাঞ্জেল ক্রিয়েশনের কর্ণধার সঙ্গীতা জানিয়েছেন, প্রোগ্রামের মূল উদ্দেশ্য আমাদের বাংলার যে কৃতী, যাঁর সাফল্যে গোটা বাংলার মুখ উজ্জ্বল হয়েছে, এবং বাংলাকে নিয়ে গিয়েছে সর্বোচ্চ সীমায়, তাঁদের পাওয়া জাতীয় পুরস্কার আমাদের জাতীয় সম্মান । তাঁদের নিয়েই সেলিব্রেট করতে চাই আমরা ।