একই মঞ্চে দুই তারকা। একজন বলিউডের ভাইজান সলমন খান (Salman Khan )। অন্যদিকে, পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। এক ফ্রেমে দুই মহারথি থাকলেও ভাইজানকে নাকি চিনতেই পারলেন না রোনাল্ডো। এগিয়ে গেলেন পাশ। যে ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল নেট পাড়ায়। সলমনকে উপেক্ষা করায় বেশ বিরক্ত হয়েছেন ভাইজানের ভক্তরা।
সৌদি আরবের রিয়াধে একটি বক্সিং ম্যাচের আয়োজন করা হয়েছিল। ওই ম্যাচেই অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোনাল্ডো এবং সলমন। হাজির ছিলেন অনুরাগীরাও। ভাইরাল ভিডিয়োটি বক্সিং ম্যাচ চলাকালীনই রেকর্ড করা হয়েছে।
আরও পড়ুন - কানে গোঁজা ধূপকাঠি, গলায় গাঁদা ফুলের মালা! চোখ কচলে দেখুন তো ‘ছোটে পণ্ডিত’ না উরফি?
দেখা যাচ্ছে, বান্ধবী জর্জিনা রডরিগেজকে হাত ধরে এগিয়ে যাচ্ছেন রোনাল্ডো। । ম্যাচের শেষে খেলোয়াড়দের সঙ্গে সৌজন্য বিনিময় করছেন। সেখানে উপস্থিত ছিলেন রোনাল্ডো। অথচ ভাইজানকে লক্ষ্যই করলেন না। পাশ কাটিয়ে এগিয়ে গেলেন। ভিডিয়ো ছড়িয়ে পড়তেই রোনাল্ডোর আচরণে ক্ষুব্ধ হয়ে ওঠে সলমনভক্তদের একাংশ।