বয়স প্রেমকে রুখতে পেরেছে কবে? বিয়ের আবার কোনও নির্দিষ্ট বয়স হয় নাকি? ৬০ পেরিয়েও নবযৌবন লাভ করেছেন দাপুটে ভিলেন আশিস বিদ্যার্থী। সম্প্রতি আটষট্টি বছরে বিয়ের পিঁড়িতে বসেছেন অরুণলাল। এবার ৭৭ বছর বয়সে জীবনসঙ্গী খুঁজে নিলেন প্রাক্তন সিপিএম সাংসদ লক্ষ্মণ শেঠ। এক নজরে ভিদেখে নেওয়া যাক তাঁদের নবজীবন…
Al Pacino: বিরাশিতে বাবা হচ্ছেন আল পাচিনো, হবু মায়ের বয়স ২৯
১. লক্ষ্মণ শেঠ: প্রথম স্ত্রী তমালিকা পণ্ডা শেঠের মৃত্যুর সাত বছরের মাথায় ফের বিয়ের পিঁড়িতে ৭৭ এর লক্ষ্মণ শেঠ। পাত্রী বিয়াল্লিশ বছরের মানসী দে। কলকাতার পাশাপাশি হলদিয়াতেও হবে বধূবরণের অনুষ্ঠান।
২. আশিষ বিদ্যার্থী: ৬০ বছর বয়সে বিয়ে করেন বলিউড অভিনেতা আশিস বিদ্যার্থী। পাত্রী অসমের রূপালি বড়ুয়া। কলকাতার একটি নামী ফ্যাশন ডিজাইনিং সংস্থায় কর্মরত। কলকাতার একটি ক্লাবেই সম্পন্ন হয় তাঁদের শুভ পরিণয়। জন্মসূত্রে অসমের গুয়াহাটির বাসিন্দা হলেও পেশার টানে এখন কলকাতাবাসী রূপালি। ২৫ মে কলকাতাতেই ব্যক্তিগত পরিসরে সইসাবুদ করে আশিস বিদ্যার্থীর সঙ্গে বিয়ে সারলেন রূপালি।
৩. অরুনলাল: বেশ ধুমধাম করেই দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছিলেন অরুণ লাল (Arun Lal) ও বুলবুল সাহা (Bulbul Saha)। ৬৬ বছর বয়সী ভারতের প্রাক্তন ক্রিকেটার বিয়ে করেন ৩৭ ।