Nirmala Mishra Death : নির্মলা মিশ্রের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, শোকস্তব্ধ সঙ্গীত জগত

Updated : Aug 07, 2022 12:41
|
Editorji News Desk

যে ঝিনুকে মুক্ত আছে, এমন ঝিনুক আর খুঁজে পাওয়া হল না তাঁর । শিকল খুলে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন সংগীত শিল্পী নির্মলা মিশ্র (Nirmala Moshra Death) । তাঁর প্রয়াণে যেন 'মা' হারা সংগীত জগত । শোকস্তব্ধ শিল্পীরা । অনুরাগীদের চোখে জল । শিল্পীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । 

শোকবার্তায় মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee condoles on Nirmala Mishra's Death) লেখেন, ‘বিশিষ্ট সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্রের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি । ... দীর্ঘ কয়েক দশক ধরে কণ্ঠের জাদুতে তিনি শ্রোতাদের মুগ্ধ করে রেখেছিলেন । তাঁর গাওয়া 'এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না', 'ও তোতা পাখি রে'-এর মতো অজস্র কালজয়ী  গান আজও শ্রোতাদের স্মৃতিতে উজ্জ্বল হয়ে আছে ।  আধুনিক, নজরুলগীতি, শ্যামাসঙ্গীত, দেশাত্মবোধক, লোকগীতি ছাড়াও বহু ছায়াছবিতে তিনি গান গেয়েছেন। ’ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নির্মলা মিশ্রের সঙ্গে তাঁর দীর্ঘদিনের নিবিড় সম্পর্ক ছিল । তাঁর প্রয়াণে সঙ্গীত জগতের এক অপূরণীয় ক্ষতি হল । নির্মলা মিশ্রের পরিবার-পরিজন ও  অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন তিনি ।

আরও পড়ুন, Nirmala Mishra passes away: প্রয়াত শিল্পী নির্মলা মিশ্র, বয়স হয়েছিল ৮১ বছর
 

রবিবারই কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে । প্রথমে তাঁর দেহ চেতলার বাড়ি থেকে রবীন্দ্রসদনে নিয়ে আসা হয়েছে । দুপুর ২টো পর্যন্ত সেখানেই তাঁর দেহ রাখা হবে । ইতিমধ্যেই শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে রবীন্দ্র সদনে ভিড় করছেন তাঁর অনুরাগীরা । সংগীত জগতের অনেকেই সেখানে উপস্থিত রয়েছে । শ্রদ্ধা জানিয়েছেন ফিরহাদ হাকিমও । রবীন্দ্রসদন থেকে তাঁর দেহ প্রথমে রাজ্য সঙ্গীত অ্যাকাডেমি, তারপর কেওড়াতলা মহাশ্মশানে নিয়ে যাওয়া হবে ।

নির্মলা মিশ্রের প্রয়াণে সঙ্গীত জগতে শোকের ছায়া । সোশ্যাল মিডিয়ায় ইমন লেখেন, তাঁর সুর অমলিন হয়ে থেকে যাবে চিরকাল । তাঁর গাওয়া গানের দু’টি কলি উদ্ধৃত করে নির্মলা মিশ্রের আত্মার শান্তি কামনা করেছেন সংগীতশিল্পী সিধু । শিলাজিৎ মজুমদার খানিকটা স্মৃতিচারণা করেছেনে । লেখেন, “খুব কম মিশলেও, মনে হয়েছিল মানুষটার মধ্যে শিল্পীদের মতো খ্যাপামি আছে। যখনই দেখা হয়েছে, মনে হয়নি মানুষটা দূরের । দেখা হলেই উনি আশীর্বাদ করছেন।”

উল্লেখ্য, দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন নির্মলা মিশ্র । চিকিৎসার জন্য গত ৫ বছরে বেশ কয়েক বার হাসপাতালে ভর্তিও হয়েছিলেন । তিন বার হৃদরোগে আক্রান্তও হয়েছেন । তিন-চার দিন আগে অসুস্থতা হঠাৎই বাড়ে । গত বৃহস্পতিবার তাঁর রক্তচাপ বেশ খানিকটা কমে যায়। শনিবার সকাল থেকে শ্বাসকষ্ট শুরু হয় তাঁর । ওইদিন রাত ১২টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গায়িকা।

Nirmala MishraNirmala Mishra deathMamata Banerjee

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ