টলিপাড়ার বেশ চর্চিত কাপল তাঁরা। চুর্ণি গঙ্গোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়। ১৬ জানুয়ারি ওদের বিয়ের দিন। ৩১ তম বিবাহবার্ষিকী কেমন কাটছে ওঁদের?
বিয়ের জন্মদিনে স্ত্রীকে ভালবাসায় ভরিয়ে দিলেন পরিচালক কৌশিক। পরিচালক জানিয়েছেন, ওদের প্রেমের শুরু যাদবপুর ইউনিভার্সিটি থেকে। তারপর ১৯৯৩-এ বিয়ে। ওদের ছেলে উজান গঙ্গোপাধ্যায়ও এখন টলিপাড়ার বেশ নামি অভিনেতা। বিয়ের ৩১ বছর উপলক্ষে মিয়া বিবির ছবি পোস্ট করে সকলকেই ধন্যবাদ জানিয়েছেন কৌশিক।
৩১ বছর আগে সাতপাকে বাঁধা পড়েছিলেন কৌশিক ও চূর্ণি। কৌশিক তখন স্কুলে পড়ান৷ বিয়ের আগেরদিন স্নাতকোত্তর ডিগ্রি পেয়েছিলেন চূর্ণি৷ গতবছরের বিবাহ বার্ষিকীতে সোস্যাল মিডিয়ায় সেই শুভলগ্নের স্মৃতি পোস্ট করেছেন চূর্ণি৷ কৌশিক তাঁকে সিঁদুর পরাচ্ছেন, সেই ছবিও দিয়েছিলেন।