অপেক্ষায় মধুর অবসান। পূর্ব পরিকল্পনা অনুযায়ী ডিসেম্বরেরই সাত পাকে বাঁধা পড়লেন অভিনেত্রী চিত্রাঙ্গদা শতরূপা ও সম্বিত চট্টোপাধ্যায়। একমাত্র দিদির গায়ে হলুদের ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন খোদ ঋতাভরী চক্রবর্তী(Ritabhari Chakraborty)।
অভিনেত্রী অনুরাগীদের সঙ্গে দিদির গায়ে হলুদের বেশ কিছু মুহূর্ত ভাগ করে নিয়েছেন। যেখানে দেখা যাচ্ছে কোনও এক রাজবাড়িতে বসেছে গায়ে হলুদের আসর। শোল্ডার ছাড়া সবুজ বর্ডারের হলুদ ব্লাউজ। হলুদ শাড়ির সঙ্গে হালকা নো মেকআপ লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী চিত্রাঙ্গদা (Chitrangada)। গলায় সোনার সাবেকি একটি হার। কপালে ছোট্ট টিপ।
আর দিদির কাছাকাছি দাঁড়িয়ে উচ্ছসিত বোন ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। কখনও পরম যত্নে দিদির গায়ে হলুদ লাগিয়ে দিচ্ছেন ঋতাভরী। আবার কখনও খুনসুটিতে মেতে উঠছেন। ঋতাভরীর পরনেও ফ্লোরাল প্রিন্টের হলুদ ল্যাহেঙ্গা। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, 'টিনটিন বুড়ির গায়ে হলুদ'।
আরও পড়ুন- কলকাতার রাস্তায় অ্যাকশন বলছেন অনুরাগ বসু, সঙ্গে শাশ্বত-দর্শনা, কোন ছবির শুটিং চলছে ?
গত বছর ডিসেম্বরেই ছোটবেলার বন্ধু সম্বিতের সঙ্গে গাঁটছড়া বাঁধার কথা ছিল চিত্রাঙ্গদার। সারা হয়ে গিয়েছিল আইনি বিয়েও। কিন্তু করোনায় আক্রান্ত হয়ে পড়েছিলেন চিত্রাঙ্গদা ও তাঁর মা শতরূপা সান্যাল। সেই কারণেই পিছিয়ে দেওয়া হয় বিয়ে।