ভর দুপুর। কলকাতায় প্রায় চল্লিশ ছুঁই ছুঁই তাপমাত্রা। ভিক্টোরিয়ার সামনে গাড়ি খারাপ তমন্না ভাটিয়ার। অভিনেত্রীর পরনে আইনিজীবীর পোশাক। গরমে দরদর করে ঘামছেন তমন্না, অন্যদিকে হলুদ ট্যাক্সির চালকের আসন থেকে বেরিয়ে এলেন যিনি, তিনি আর কেউ নন, দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবী।
বৃহস্পতিবার দিনভর এরকমই দৃশ্য রচিত হল কলকাতার আনাচে-কানাচে। আসলে তিলোত্তমায় শুটিং হচ্ছে ভোলাশঙ্কর ছবির, তারই শুটিং-এর অংশ। ১০ মে পর্যন্ত এমনই বেশ কিছু দ্রিশ্যের সাক্ষী থাকবে কলকাতাবাসী।
কয়েকদিন আগেই নেট দুনিয়ায় ঝড় তুলেছিল এই ছবির পোস্টার। সেখানে কলকাতার হলুদ ট্যাক্সিতে নীল ইউনিফর্মে বসে থাকা দক্ষিণী তারকা চিরঞ্জীবীকে দেখে উচ্ছসিত হয়েছিলেন ভক্তরা।