পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আজ, বুধবার কেওড়াতলা মহাশশ্মানে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের (Sandhya Mukherjee) শেষকৃত্য সম্পন্ন হবে। মঙ্গলবার বাইপাসের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গীতশ্রী।
রাতেই তাঁর দেহ হাসপাতাল থেকে লেকগার্ডেন্সের বাড়িতে আনা হয়। সরকারি সূত্রে জানানো হয়েছে, বুধবার বেলা এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তাঁর দেহ শায়িত থাকবে রবীন্দ্রসদনে। সেখানেই তাঁকে শেষ শ্রদ্ধা জানবেন তাঁর ভক্তরা।
আরও পড়ুন : গানেই থাকবে সন্ধ্য়ার ইন্দ্রধনু, শেষ হল বাংলা গানের এক শতাব্দী
উত্তরবঙ্গ সফরে আছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)।সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণে তিনিও শোকাহত । সফর কাটছাঁট করে কলকাতা ফিরছেন তিনি। সরকারি সূত্রে খবর, মুখ্যমন্ত্রী কলকাতায় ফেরার পরেই পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বঙ্গবিভূষণ সন্ধ্যা মুখোপাধ্যায়ের শেষকৃত্য সম্পন্ন হবে।