ওটিটি প্ল্যাটফর্মে নতুন করে দেবশ্রীকে পেতে চলেছেন বাংলার দর্শক। এবার তিনি কেমিস্ট্রি মাসির ভূমিকায়। প্রকাশ্যে এল সৌরভ চক্রবর্তীর নতুন সিরিজের ট্রেলার'।
নতুন সিরিজে নাম ভূমিকায় দেখা যাবে দেবশ্রীকে। এককালে পর্দায় অনেকের সঙ্গেই তাঁর রসায়ন ছিল চমৎকার, এবার হাতে থাকবে রসায়নের বই। ট্রেলার বলছে এ আসলে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াই। কেমিস্ট্রি মাসি এখানে প্রথমে চক্রান্তের শিকার হন, তারপর ঘুরে দাঁড়ান, রুখে দাঁড়ান অন্যায়ের বিরুদ্ধে।
Hooghly News: পোষা হাঁসদের বিষপ্রয়োগে হত্যার অভিযোগ, শেষ দেখে ছাড়তে চান চুঁচুড়ার তিথি
ফেব্রুয়ারিতেই হইচইতে মুক্তি পেতে চলেছেন সিরিজটি। বাংলায় নারীকেন্দ্রিক গল্প নিয়ে সিরিজ প্রায় নেই, এমন অভিযোগ করতেন যারা, তাঁদের জন্য 'কেমিস্ট্রি মাসি' নিঃসন্দেহে এক দারুণ উপহার।