'হাওয়া' ছবির 'সাদা সাদা কালা কালা' গানে এখন মশগুল দুই বাংলা। সেই গানেই এবার নচিকেতা এবং চঞ্চল চৌধুরীর যুগলবন্দী। বাংলা গানপ্রেমীরা এমনই এক অপ্রত্যাশিত সান্ধ্য আড্ডা উপহার পেয়ে গেলেন সপ্তাহান্তে।
অভিনেতা চঞ্চল চৌধুরী নিজেই সেই সুরেলা আড্ডার ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল ভিডিয়ায়, সপরিবারে নচিকেতার বাড়িতে গিয়েছিলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা। ব্যাস, সুরপ্রেমীদের যেমনটা হয়...কুশল আদান প্রদানেও কখন এসে ঢুকে পড়ে সুর সংগীত, বাকি সন্ধ্যে গড়ায় তাকে ঘিরেই।
Yuvaan-Raj-Subhashree: আড়াই বছরেই কী মিচকে ইউভান! আদুরে ছবি শেয়ার করলেন রাজ
'হাওয়া' এবং হইচই-এর কারাগার সিরিজের দু'টি সিজনের পর চঞ্চল চৌধুরীকে দেখা যাবে মৃণাল সেনের বায়োপিক 'পদাতিক'এ। ছবির পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।