আজ ডি ডে| একেবারে জাঁকজমকহীন বিয়ে| সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবাল বিয়ে করলেন আইনি মতে| এবার ধীরে ধীরে সামনে আসছে সেই মাহেন্দ্র ক্ষণের ছবি| বিয়ের থিম রং ছিল সাদা| সাদা শাড়িতে, মাথায় ফুলের চাদোয়া টাঙিয়ে ব্রাইড এন্ট্রি নিতেই ভেন্যুতে হইচই শুরু হয়ে যায়| নেপথ্যে তখন বাজছে ‘Afreen Afreen’ | বিয়ের আগে শত্রুঘ্ন এবং পুনমের পায়ে হাত দিয়ে প্রণাম করেন জাহির | এরপরেই সোনাক্ষীকে জড়িয়ে ধরে আদরের চুম্বন জাহিরের | চোখ জোড়ানো সেই মিষ্টি মুহূর্তের দৃশ্য ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়|
রেজিস্ট্রির পরেই, বাস্তিয়ানে বসেছে গ্র্যান্ড রিসেপশনের আসর | লাল শাড়ি মাথায় গাজরা দিয়ে ভেন্যুতে পৌঁছেছেন সোনা | জাহিরের পরনেও মানানসই সাজ|
বলিউডের তাবড় তাবড় তারারা উপস্থিত হয়েছেন বলিউডের সোনার বিয়েতে | সোনাক্ষীর বেস্ট ফ্রেন্ড হুমা কুরেশি এসেছেন ভাই সাকিবের সঙ্গে | পার্টিতে এসে পৌঁছেছেন কাজল, অনিল কাপুর| এছাড়াও ফারিদানের বিয়েতে রিয়েল লাইফ পার্টনার সিদ্ধার্থের সঙ্গে এসেছেন ‘বিব্বোজান’ ওরফে অদিতি রাও হায়দারি| পার্টিতে এসেছেন চাঙ্কি পাণ্ডেও | বর্ষীয়ান অভিনেত্রী সায়রা বানুও হয়েছেন ফ্রেমবন্দি|